Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শ্রী শ্রী গোপীনাথ ঠাকুর জিও মন্দির ও বিগ্রহ
স্থান
আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাজারে মন্দীরটি অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
আক্কেলপুর শহর হতে প্রায় ৩ কিলোমিটার। আক্কেলপুর শহর হতে রিকসা/বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়।
বিস্তারিত

আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাজারে মন্দীরটি  অবস্থিত।

জানা যায় দ্বাদশ শতকের শেষের দিকে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন

হোসেন শাহের অর্থানুকূল্যে ও নাখেরাজ সম্পত্তি দানের মাধ্যমে অত্র এলাকার

হিন্দু ধর্মাবলম্বী মানুষের পূজা অচর্নার জন্য এ প্রতিষ্ঠান টি গড়ে উঠে।

বতর্মানে এটি একটি দেবোত্তর এস্টেট। শ্রী রমেন্দ্র কৃষ্ণ প্রিয়া এলাকার

বংশানুক্রমিক সেবায়েত হিসাবেদায়িত্ব পালন করছেন। এখানে প্রতিদিন

১৫ কেজি পরিমাণ আতব চালের প্রসাদ আগত ভক্ত বৃন্দের মধ্যে বিতরণ

করা হয়। প্রতি বছর এখানে ফাল্গুনের দোলপূর্ণিমার সময় নুন্যতম ১৩

দিন ব্যাপী বিশাল মেলা বসে। মেলায় প্রতিদিন প্রায় ৫০,০০০ লোকের

আগমন ঘটে। গরু, মহিষ ঘোড়া সহ কাঠের বিভিন্ন ধরনের আসবাব

পত্র মেলায় ক্রয় বিক্রয় হয়।