মহান স্বাধীনতা যুদ্ধে আক্কেলপুর উপজেলার অবদান অপরিসীম। জয়পুরহাট জেলার মধ্যে ৩৮৫ জন বীর মুক্তিযোদ্ধা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক বাহিনীদের হত্যাযজ্ঞ থেকেও রক্ষা পায়নি এ উপজেলার স্বাধীনতাকামী মানুষ। তারই সৃতি হিসেবে আজও শোভা পাচ্ছে পশ্চিম আমুট্ট মৌজায় ২ (দুই) টি গনকবর। এবং আক্কেলপুর মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে একটি বদ্ধভূমির উপর নির্মিত সৃতি স্তম্ভ। প্রতি বছর এলাকার কৃতজ্ঞ মানুষ স্বাধীনতা ও বিজয় দিবসে এসব গণকবরে এসে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে বীর মুক্তিযোদ্ধা দের সাথে পাক হানাদার বাহিনীর একটি সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এ যুদ্ধে ০৫ (পাঁচ) জন হানাদার নিহত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস