Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গণকবর
Location
আক্কেলপুর উপজেলার পশ্চিম আমুট্ট মৌজায়
Transportation
আক্কেলপুর শহর হতে রিকসা অথবা পায়ে হেট যাওয়া যায়।
Details

মহান স্বাধীনতা যুদ্ধে আক্কেলপুর উপজেলার অবদান অপরিসীম। জয়পুরহাট জেলার মধ্যে ৩৮৫ জন বীর মুক্তিযোদ্ধা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক বাহিনীদের হত্যাযজ্ঞ থেকেও রক্ষা পায়নি এ উপজেলার স্বাধীনতাকামী মানুষ। তারই সৃতি হিসেবে আজও শোভা পাচ্ছে পশ্চিম আমুট্ট মৌজায় ২ (দুই) টি গনকবর। এবং আক্কেলপুর মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে  একটি বদ্ধভূমির উপর নির্মিত সৃতি স্তম্ভ। প্রতি বছর এলাকার কৃতজ্ঞ মানুষ স্বাধীনতা ও বিজয় দিবসে এসব গণকবরে এসে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে বীর মুক্তিযোদ্ধা দের সাথে পাক হানাদার বাহিনীর একটি সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এ যুদ্ধে ০৫ (পাঁচ) জন হানাদার নিহত হয়।